আইন-আদালত

মুজিবনগরে দুই তক্ষক পাচারকারীর ৬ মাস করে জেল

By মেহেরপুর নিউজ

March 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ মার্চ: ভারতে তক্ষক পাচারের প্রস্তুতির চেষ্টার অপরাধে মেহেরপুরের মুজিবনগররে বশির আহম্মেদ (২৫) ও আব্দুল খালেক (৪০) নামের দুই পাচারকারীর ৬ মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে মুজিবগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।

কারাদন্ডপ্রাপ্তদের মধ্যে বশির আহমেদের বাড়ি কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার এবং আব্দুল খালেকের বাড়ি মুজিবগর উপজেলার রসিকপুর গ্রামে।

এর আগে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে  উপজেলার রসিকপুর গ্রামে অভিযান চালিয়ে মুজিবগর থানা পুলিশের একটি দল দুটি তক্ষকসহ বশির আহমেদ ও আব্দুল খালেককে আটক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, একটি পাচারকারী চক্র বিলুপ্ত প্রায় তক্ষক সাপ ভারতে পাচার করে আসছিল। বুধবার রাতে দুটি তক্ষক সাপ ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রসিকপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুটি তক্ষকসহ তাদের আটক করে থানায় নেয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের বণ্যপ্রাণী সংরক্ষন আইনে ৬ মাস করে জেল দেন। আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।