বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে নদীতে ডুবে ডিগ্রি পরীক্ষার্থীর মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 21, 2016

মেহেরপুর নিউজ,২১ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হোসেন (২০) নামের এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন মেহেরপুর ডাক অফিসের কর্মকর্তা ও মোনাখালী গ্রামের আব্দুল ওয়াদুদের ছোট ছেলে। সে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ থেকে চলতি ডিগ্রি পরীক্ষায় (বিবিএস) ১ম বর্ষের পরীক্ষায় অংশ নেয় । স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নাজমুল হোসেন বাড়ি থেকে বের হয়। বাড়ি ফেরার পথে সে  ভৈরব নদের মোনাখালী ব্রীজের নিচ অংশে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পরে তাকে আর দেখতে না পেয়ে স্থানীয় কয়েকজন নদীতে  উদ্ধারের জন্য নামে। পরে তার খোঁজ না পেয়ে মাছ ধরা খেপলা জাল নদীতে ফেলে তাকে উদ্ধার করে ।

স্থানীয়রা আরো জানায়, নিহত নাজমুল হোসেন সাঁতার জানতো না। সাঁতার না জানার কারণে নদীর স্রোতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এদিকে নাজমুল হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ছেলের মধ্যে আদরের ছোট ছেলের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। ছেলের শোকে তার মা বারবার মুর্ছা যাচ্ছে। মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান নাজমুল হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।