মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ অক্টোবর: নারকেল পাড়াকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে শিশু ও মহিলা সহ ১০ জন আহত। আহতদের মধ্যে ফকির হোসেনের ছেলে ফজলুল হক(৫২), তার স্ত্রী সফুরা খাতুন (৫০), ইব্রাহিমের স্ত্রী ফজিলা খাতুন(৪৮), ফকির হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৫৪), ফয়জু শেখের ছেলে শাহাবদ্দিন (৬০), মজিবর (৪০),মজিবরের স্ত্রী পারভিনা (৩৫), হুমায়নের স্ত্রী আয়েশা খাতুন (২৮), মজিবর রহমানের মেয়ে রুমি (৪) কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বুধবার বিকালের দিকে মজিবরের সীমানায় লাগানো একটি নারকেল গাছ থেকে নারকেল পাড়ার সময় প্রতিবেশী ফজলুল হক তাতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।