মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে ১৭ বাংলাদেশি নাগরিককে ভারতের বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে। শুক্রবার দুপুরে মুজিবনগরের স্বাধীনতা সড়কের বেলতলা এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে মুজিবনগর চুয়াডাঙ্গা-৬ বিজিবির মুজিবনগর বিওপির সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের হৃদয়পুর-১৬১ বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।
পতাকা বৈঠক শেষে বিএসএফ ১৭ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে।
হস্তান্তরকৃত নাগরিকদের পরিচয়: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মোড়েলগঞ্জের আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন, নাসিরুদ্দিনের ছেলে মঞ্জু, মেয়ে ইয়াসিন, খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা গ্রামের কুমারের ছেলে বুলবুল পাটোয়ারী, বুলবুল পাটোয়ারির ছেলে আদনান,ডুমুরিয়ার নূর মোহাম্মদ খানের ছেলে রাজু খান,কুরবান খানের মেয়ে কহিনুর, রাজু খানের ছেলে ইসরাফিল, মেয়ে মারিয়া, ছেলে ওমর, ফুলতলার জাফর শেখের মেয়ে রাজিয়া, ইসলামের মেয়ে আফরিনা, আবুল কালামের ছেলে রাকিবুল, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মোড়েলগঞ্জের আব্দুল কালামের ছেলে রফিকুল, ফুলতলার মিনাজ উদ্দিনের ছেলে আনসার খান, আনসার খানের ছেলে রাজু আহমেদ, যশোর নওপাড়ার আহমেদ আলী মন্ডল এর মেয়ে ফাতেমা, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ি গ্রামের নরেন্দ্র বর্মনের ছেলে বিধান বর্ধমান।