রাজনীতি

মুজিবনগরে পুলিশী বাঁধার মুখে গাংনী ছাত্রদলের পূণর্মিলনী অনুষ্ঠান পন্ড

By মেহেরপুর নিউজ

February 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী: মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে পুলিশের বাঁধার মুখে গাংনী উপজেলা ছাত্রদলের পূণর্মিলনী অনুষ্ঠান পন্ড হয়েছে। জানা গেছে, আজ শুক্রবার মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে  গাংনী উপজেলা ছাত্রদলের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের নিয়ে এক পূণর্মিলনী  অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন  করা হয়।  এরই লক্ষ্যে আজ শুক্রবার সকালে গাংনী থেকে মোটরসাইকেল যোগে প্রায় চার শতাধিক ছাত্রদলের নেতা-কর্মীরা মুজিবনগর পৌঁছায়। এর পরে মুজিবনগর থানা পুলিশের এসআই একরামূল হকের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশের বাক-বিতন্ডার সৃষ্টি হয়। কি কারণে তাদেরকে চলে যেতে হবে এমন প্রশ্নের উত্তরে এসআই একরাম তাদের বলেন উপরের নির্দেশ আছে, তাই এখানে ছাত্রদলের কোন প্রোগ্রাম করতে দেয়া হবেনা। পরে পুলিশের বাঁধার মুখে ছাত্রদলের নেতাকর্মীরা উক্ত স্থান ত্যাগ করে পার্শ্বের একটি পিকনিক স্পটে বনভোজন শেষ করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের সেক্রেটারী আবদাল হক ও মেঘলা জানান, ছাত্রদলের কর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে পূণর্মিলনী অনুষ্ঠান ও বনভোজন করার উদ্দেশ্যে মুজিবনগরে এসেছিলাম। অথচ পুলিশ কোন কারণ ছাড়াই তাদেরকে এ অনুষ্ঠান করতে দেয়নি। স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশের এ আচরণ দেখে মনে হয় সরকার বাকশালী কায়দায় শাসন ব্যবস্থা চালু করেছে।