আইন-আদালত

মুজিবনগরে পৃথক ভ্রাম্যমান আদালত, দুজনের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

June 09, 2018

মেহেরপুর নিউজ,০৯ জুন:

মেহেরপুরের মুজিবনগরে উপজেলার ভাবানীপুরস্থ ভৈরব নদী থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় গাড়ি চালককে ৫দিনের জেল এবং কেদারগঞ্জ বাজারে এক হোটেল মালিকের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে মুজিবনগরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। বালু উত্তোলনের দায়ে গাড়ীর ড্রাইভার ভবানীপুর গ্রামের মিজারুল আলীর ছেলে রাজুকে ৫ দিনের জেল এবং পঁচা বাসি খাবার ব্রিক্রির দায়ে কেদারগঞ্জ বাজারের হোটেল মালিক আরজ আলীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন বলেন, ভৈরবনদী থেকে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে গাড়ি চালককে বালুমহাল ও মাটি উত্তলোন নব্য ব্যস্থাপনা ২০১০এর আইনে তাকে ৫ দিনের জেল দেওয়া হয়। অপরদিকে, হোটেলে পচা বাসি খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে হোটেল মালিকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।