বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে প্রতিবন্ধী তন্নী খাতুন এবার পিএসসি পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

November 19, 2017

শাকিল রেজা, ১৯ নভেম্বর: তন্নির বর্তমান বয়স ১৭ বছর। এখনো পর্যন্ত আশা হারায়নি পড়াশুনার উপর।অন্য সকল সাধারন মানুষের মত শিক্ষিত হয়ে বড় কিছু হতে চাই সে। তাই ক্লাসে বার বার ফেল করার পরও অন্য সকল শিক্ষার্থীর মত সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনি পরিক্ষায় অংশ নিয়েছে। তবে প্রথম পরিক্ষায় অনেকটা ভালো দিয়েছে বলে জানায় শারিরিক ও মানুষিক প্রতিবন্ধী তন্নি।সে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আসাদুল হকের বড় মেয়ে। তন্নির বাবা মা সাংবাদিক শাকিল রেজাকে বলেন , জন্মের পর যখন তার দেড় বছর বয়স হয় তখন ল্যাম্পের আগুনে তার শরীর পুরে ঝলসে যায়। আমরা ভেবে ছিলাম হয়তো সে বাঁচবে না। আমাদের সংসারে দুংখরের ঝড় নেমে আসে, তবে আস্তে আস্তে শরির সুস্থ হলেও সুস্থ হয়নি তার মাথার বুদ্ধি। আর তখন থেকে শারিরিক ও মানুষিক প্রতিবন্ধী হয়ে যায়।চলাফেরা সোজা ভাবে করতে পারে না, কাপতে কাপতে চলাফেরা করে,কথা বার্তাও বলে কাটা কাটা।বড় হলে আমরা তাকে প্রাইমারী স্কুলে ভর্তি করে দিই।ক্লাসে বার বার ফেল করার পরও সে পড়াশুনা করবে বলে আমাদের বলে। তাই তাকে কোন বাধা দিইনি, সে তার মত পড়াশুনা করছে, তবে সমাপনি পরিক্ষাই যে কি করবে সেটা নিয়েই চিন্তিত। কাটা কাটা কথায় তন্নি বলেন, প্রথম দিন আমার ইংরেজি পরীক্ষা ছিলো। আমি আড়াই ঘন্টা ধরে পরিক্ষা দিয়েছি। যেটা বুঝতে না পেরেছি সেটা ম্যাডামের সাথে জেনে নিয়েছি। সব মিলিয়ে আমি ৬০ মার্কের উত্তর দিয়েছি। আমার প্রথম পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আর বাকি পরিক্ষা কয়টাও ভালো হবে বলে আশা করছি। সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আওলিয়া খাতুন বলেন, সে ৬ থেকে ৭ বছর বয়সে স্কুলে ভর্তি হয়।প্রথম থেকেই দেখছি পড়ার প্রতি আগ্রহ তার খুব বেশি।প্রতিদিন নিয়মিত স্কুলে আসতো, আমারও তার আগ্রহ দেখে চেষ্টা করতাম তাকে ভালো ভাবে পরাশুনা করানোর। তবে প্রতিবন্ধি হওয়ায় প্রায় সে ক্লাসে ফেল করতো তারপরেও তার আশা ছিলো সে প্রাইমারি স্কুল পার করে মাধ্যমিক স্কুলে পরবে। তাই আমরা তাকে সমাপনি পরিক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছি।