বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে প্রস্তাবিত স্থানে মডেল মসজিদ নির্মাণ বন্ধে চক্রান্ত কারীদের বিরুদ্ধে মানব বন্ধন।

By মেহেরপুর নিউজ

June 18, 2023

মুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার প্রস্তাবিত স্হানে মডেল মসজিদ নির্মাণ বন্ধে চক্রান্ত কারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব বন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ গেটের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টুর নেতৃত্বে মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিক নগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আহাম্মদ আলী,মানিকনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম রহিদুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম ও যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু। এসময় বক্তারা মডেল মসজিদ নির্মাণ বন্ধে চক্রান্তকারী মেরিনা পারভিনসহ সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

মানব বন্ধন শেষে তারা মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্হিত হয়ে স্মারকলিপি প্রদান করেন। এব্যাপারে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, মডেল মসজিদ প্রস্তাব দেওয়ার আগে প্রস্তাবিত জমিতে কোন ঘর ছিলনা। মসজিদ প্রস্তাব দেয়ার কথা শুনে উপজেলার রশিকপুর গ্রামের জিনারুল বিশ্বাসের স্ত্রী মেরিনা পারভিন কারো অনুমতি না নিয়ে রাতারাতি সেখানে ঘর নির্মাণ করে। ঘর নির্মাণের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌখিক ভাবে নিষেধ করেন। কিন্তু তিনি সে নিষেধকে উপেক্ষা করে ওই জমিতে ঘর নির্মাণ করেন।

গত ১৭ জুন শনিবার সাংবাদিকদের কাছে মেরিনা পারভিন যে সমস্ত তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে তিনি ভূমিহীন, মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধীর স্ত্রী এবং নিজেকে বয়স্ক মহিলা দাবী করেছেন এগুলো সঠিক নয়। তিনি আরো বলেন, আমরা খোজ নিয়ে জেনেছি, মেরিনার বাবা মকছেদ আলী কোন মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত নয়।তার স্বামী জিনারুল প্রতিবন্ধী এটাও সঠিক নয়। এবং তারা কোন ভূমিহীন ও নন। তাদের বাড়ীতে ১০ কাঠা জমি, সাড়ে ৪বিঘা বাগান এবং ২৫ বিঘা মাঠান জমি রয়েছে। সুতরাং তিনি সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। মেরিনা কেন নিজেকে ভূমিহীন দাবী করছেন তা আমাদের বোধগম্য নয়।মানব বন্ধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুসুল্লিসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন।