মুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব -১৭)২০২৩ উদ্বোধন করা হয়েছে।
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে দারিয়াপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেল, উপজেলা যুব উন্নমন কর্মকর্তা রকিব উদ্দীন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিযাপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহাবুব আলম রবি । উদ্বোধনী খেলায় মোনাখালী ইউনিয়ন জয়লাভ করেছে। খেলায় মোনাখালী ইউনিয়ন ৪-১ গোলে মহাজনপুর ইউনিয়নকে পরাজিত করে।