মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ বাগোয়ান ইউনিয়ন একাদশ মুজিবনগর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার দারিয়াপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাগোয়ান ইউনিয়ন একাদশ ট্রাইব্রেকারে মোনাখলি ইউনিয়ন একাদশকে পরাজিত করে।নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুজিবনগর উপজেলা ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা পুরস্কার বিতরণ করেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন কবীর,দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মাহবুবুল আলম রবি, মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।