বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বজ্রপাতে নিহত ১

By মেহেরপুর নিউজ

May 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বজ্রপাতে ইউসুফ (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। আনন্দবাস গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সিতে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ইউসুফের মুত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসানো ছিল। পারিবারিক সূত্রে জানাগেছে, আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে আনন্দবাস গ্রামের মৃত আব্দুল আউল হোসেনের ছেলে ইউসুফ হোসেন বাড়ির পাশের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ইউসুফ আহত হয়।

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।