কৃষি সমাচার

মুজিবনগরে বজ্রপাত নিরোধক তালের আঁটি বপন

By মেহেরপুর নিউজ

September 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগরে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে বজ্রপাত নিরোধক তালগাছের আঁটি বপন করা হয়েছে। শনিবার বিকালে কালের কণ্ঠ-শুভ সংঘ মুজিবনগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার ও মুজিবগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম তালের আঁটি বপনের উদ্বোধন করেন। এসময় কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, শুভ সংঘ’র জেলা শাখার সাধারণ সম্পাদক মান্নাফ মান্না, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, জেলা শাখার যুগ্ম সম্পাদক আল ইকরাম সোহাগ, কোষাধাক্ষ আফসানা বিশ্বাস তিথি, পৌর কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মুন্না, মুজিবনগর শাখার সাংগঠনিক সম্পাদক শাকিল রেজা, মুজিবনগর শাখার সহসভাপতি মুরাদ আলী, যুগ্ম সম্পাদক আবু সাইদ পালু,প্রিয়াংকা মন্ডল,সাংগঠনিক সম্পাদক শাকিল রেজা, প্রচার সম্পাদক নুর ইসলাম,কোষাধাক্ষ ফারুক হোসেন,সমাজ কল্যান সম্পাদক সোহাগ মন্ডল,ক্রীড়া সম্পাদক হাসান মুস্তাফিজুর রহমান শের, নারী বিষয়ক সম্পাদক স্মিতা বিশ্বাস সহ শুভ সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় অতিথিরা বলেন, সারাদেশে বজ্রপাতের কারণে প্রচুর মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। বজ্রপাত নিরোধ করতে হলে তালগাছের বিকল্প নাই। শুভ সংঘ’র অত্যান্ত ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে অন্যরাও এগিয়ে আসবে।