বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

By Meherpur News

August 05, 2025

মেহেরপুর নিউজ:

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মুজিবনগরের কেদারগঞ্জে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান।

সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি আমিরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু এবং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান মাস্টারসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।