জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

By মেহেরপুর নিউজ

September 08, 2016

মেহেরপুর নিউজ,০৮ সেপ্টেম্বর: ৬ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনস্ত মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়নগরে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে সীমান্তের মেইন পিলার ৯৭ এর নিকট শুন্য রেখায়েএ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় । পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্প কমান্ডার এসআই কেডি মানি ।

পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।

অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে অবহিতকররে লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ঝাঝা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম বক্তব্য রাখেন। আলোচনা সভায় ইউপি সদস্য ছানোয়ার হোসেন, হরিরামপুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দার আলীসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।