বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বিভিন্ন জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ

By মেহেরপুর নিউজ

August 17, 2023

মেহেরপুর নিউজ:

২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়, সরকারী- বেসরকারী ৬টি জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া মিশন এতিমখানা পুকুর, বল্লবপুর ক্যাথলিক চার্চ এতিমখানা পুকুর, টুরিস্ট পুলিশ মেহেরপুর জন অফিস পুকুর, দাদপুর বিল নেংভু অংশ, দাদপুর বিল টুপলার অংশ এবং ভৈরব নদ মিশন ঘাটে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তার রোকনুজ্জামান উপস্থিত থেকে মুজিবনগর উপজেলার এ সকল পুকুরে ২৫০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করেন। পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মুজিবনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ গোলাম সরোয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।