বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বড়দিন পালন উপলক্ষে খ্রীস্টান পল্লীগুলোতে চলছে প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

December 23, 2016

 শাকিল রেজা,২৩ ডিসেম্বর:

আগামী ২৫ ডিসেম্বর। খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার খ্রীস্টান পল্লীগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। সারা বিশ্বের ন্যায় মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়নের ভবরপাড়া ,বল্লভপুর ও কয়েকটি গ্রামসহ সবকটি খ্রীস্টান পল্লীতে ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে দিনটি পালিত হবে বলে জানা যায়। সরজমিন ঘুরে জানা যায়,দিনটি পালন করতে মুজিবনগর উপজেলার ভবরপাড়া ও বল্লভপুর গ্রামের খ্রীস্টান পল্লীর মানুষেরা তাদের বাড়িতে গোসালা সাজানো শুরু করে দিয়েছে ও ঘর-বাড়ি,বাড়ির আঙিনা ও সড়কগুলো পরিস্কার করায় ব্যস্ত রয়েছে। সড়কের মোড়ে-মোড়ে নির্মাণ করা হচ্ছে তোরণ ও আলোকসজ্জা। এছাড়াও সকল গির্জায় চলছে যীশুর শ্রদ্ধা নিবেদন। এদিকে দিনটি পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন দূর-দুরন্তে কর্মস্থলে থাকা মানুষ।