বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ভুয়া পুলিশের অতিরিক্ত আইজিপি আটক

By মেহেরপুর নিউজ

August 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে আটক  ভুয়া আইজিপি মাহফুজুর রহমান জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকালের দিকে জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাহফুজুর রহমান জয় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ডাবুর ছেলে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শারমিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। অপরাধ সংগঠনের চেষ্টা করার অপরাধে মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে মাহফুজুর রহমান জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং ১১ তারিখ ১৪/০৮/২০২৩। ওই মামলার মাহফুজুর রহমান জয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। তার জামিনের জন্য কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়নি বলে জি আর ও চম্পা খাতুন জামান। এর আগে রবিবার রাতে মুজিবনগর থানার ওসি মেহেদীর রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল মোনাখালী গ্রাম থেকে মাহফুজুর রহমান জয়কে আটক করেন।

জানা গেছে, মাহফুজুর রহমান জয় নিজেকে পরিচয় দিতেন পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ( অতিরিক্ত আইজিপি) হিসেবে। এনমকি নিজের ব্যবহৃত ফেসবুক প্রোফাইলেও পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেলের পোশাক পরা ছবি পোস্ট দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাতো। কয়েকদিন আগে ফেসবুকে একটি ছবি দিয়ে ডেসক্রিপশন এ লিখেছেন “আলহামদুলিল্লাহ, পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল হিসেবে পদোন্নতি পেলাম”।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, গ্রেপ্তারকৃত আসামি নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিত। আসামির নিকট থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‍্যাংক ব্যাজ পরিধান করা বিভিন্ন ছবি পায়। তাছাড়াও আসামির মোবাইলে ফেসবুককে নিজের নামে আইডি লগ-ইন করা প্রোফাইলে পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরা ছবি পাওয়া যায়। তিনি বলেন, আসামির ফেসবুক আইডিতে পুলিশ পরিচয়ে বিভিন্ন পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি আসামির মোবাইল ফোনে থাকা ছবি দেখিয়ে আসামী সাধারণ মানুষ ও প্রশাসনের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণা করে আসছে। ওসি জানান,প্রতারণা করার উদ্দেশ্যে সরকারী কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে সরকারী কর্মকর্তা কর্তৃক ব্যবহৃত পোশাক ও প্রতীক পরিধান করতো। ওসি আরো জানান, আটক মাহফুজুর রহমান ওরফে জয়ের বিরুদ্ধে আগেও অনলাইন জুয়ার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।