আইন-আদালত

মুজিবনগরে ভুয়া সচিব আটক

By মেহেরপুর নিউজ

August 30, 2018

শাকিল রেজা, মুজিবনগর থেকে: মেহেরপুরের মুজিবনগরে ভুয়া সচিব পরিচয়দানকারি আবু সাঈদ লাল্টু (৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে মুজিবনগর উপজেলা চত্বর থেকে তাকে আটক করা হয়। আটককৃত লাল্টু মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার এনামুল হকের ছেলে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার জানান, বিকালে তার অফিসে এক ব্যাক্তি প্রবেশ করে অফিসের ল্যান্ড ফোন দিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ওসি শুকুমার বিশ্বাস কে জনপ্রশাসন মন্ত্রানালয়রে অতিরিক্ত সচিব কুদরত-ই খুদা বলে নিজেকে পরিচয় দিয়ে একটি মামলার জন্য তাকে চাপ সৃষ্টি করে। এসময় ওসির সন্দেহ হলে ল্যান্ড ফোনে কল দিলে অফিসের এক কর্মচারী ফোনটি রিসিভ করে জানান মুজিবনগর উপজেলা নির্বাহী অফিস। পরে দামুড়হুদা থানার ওসি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়ে ঘটনা খুলে বলেন ও ওই ব্যাক্তিকে আটক করার জন্য অনুরোধ জানান। এসময় ইউএনও তার অফিসের কর্মচারীদের মাধ্যমে ভুয়া সচিব পরিচয়দানকারী আবু সাঈদ লাল্টুকে আটক করে। খবর পেয়ে দামুড়হুদা থানার ওসি এমদাদুল হক (তদন্ত) মুজিবনগরে এসে ভুয়া সচিব কে আটক করে দামুড়হুদা থানায় নিয়ে যায়। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ওসি এমদাদুল হক( তদন্ত) ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, গত কয়েক দিন ধরে এই ব্যক্তি নিজেকে সচিব পরিচয় দিয়ে বিভিন্ন নাম্বার থেকে একটি মামলার জন্য চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অফিসার্স ইনচার্জ সুকুমার বিশ্বাসকে চাপ সৃষ্টি করে আসছিল। বুধবার বিকাল ৩টার দিকে আমার সন্দেহ হলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতায় তাকে আটক করা হয়।