আইন-আদালত

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে এসএম বি ব্রিকস এর মালিককে জরিমানা

By মেহেরপুর নিউজ

January 11, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে কাঠ-জ্বালানী দিয়ে ইট পুড়ানো ও ফসলী জমিতে মাটি কাটার অপরাধে একটি ইট ভাটায় ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে এসএম বি ব্রিকস এর মালিকের সাথে এ জরিমানা আদায় করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার এ ভ্রাম্মমান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এসএম বি ব্রিকস এ কাঠ-জ্বালানী দিয়ে ইট পুড়ানো হচ্ছে এবং ফসলি জমি থেকে ইট তৈরির জন্য মাটি কেটে নিয়ে আসছে ইট ভাটার মালিক মশিউর রহমান। এমন সংবাদের ভিত্তিতে বিকালে সেখানে অভিযান চালানো হয়। ঘটনা সত্যি হওয়ায় ইট ভাটায় ভ্রাম্মমান আদালত বসানো হয়।

সরকারী ভাবে নিশিদ্ধকৃত কাঠ-জ্বালানি দিয়ে ইট পুড়ানো ও ফসলি জমি থেকে ইট তৈরির জন্য মাটি কাটার অপরাধে ভাটা মালিকের কাছ থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান,এছাড়া বাগোয়ান বাজারে একটি দোকানে অসাস্থকর খাবার রাখার দায়ে ভ্রাম্মমান আদালত বসিয়ে ৫শত টাকা জরিমানা করা হয়।