জাতীয় ও আন্তর্জাতিক

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল-জরিমানা

By মেহেরপুর নিউজ

September 09, 2018

মেহেরপুর নিউজ, ০৯ সেপ্টেম্বর: মুজিবনগর উপজেলায় গাজা রাখার অপরাধে এক জনের ৫ হাজার টাকা জরিমানা ও ২ জনের ৩ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেজবাহ উদ্দীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার বাগোয়ান বাগাদিপাড়া মজিবারের চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ সুমন নামের এক ব্যাক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে একই উপজেলার মোনাখালী গ্রামে চঞ্চলের ইটভাটার সামনে অভিযাান চালিয়ে গাঁজাসহ আতিয়ার ও বাদশা নামের দুই ব্যাক্তি কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ জনের ৩ মাস করে জেল দিয়ে কারাগারে প্রেরন করা হয়। আসামীরা হলেন, মুজিবনগর উপজেলার বাগোয়ান দরগাতলা পাড়ার সাদেক আলী খানের ছেলে সুমন আলী খান(২৬)। মোনাখালী উত্তর পাড়া গ্রামের মৃত চান্দু শেখের ছেলে আতিয়ার রহমার (৪০) ও একই গ্রামের আজহারুল হকের ছেলে বাদশা মিয়া (৩৩)।