বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মহান বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2017

মেহেরপুর নিউজ,১৬ ডিসেম্বর: পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ, প্যারেড প্রদর্শনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

শনিবার সকাল এ উপলক্ষে মুজিবনগর সৃতিসৌধ ও শেখ মুজিবরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পন করেন। এর পর মুজিবনগর থানার পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়।এছাড়াও পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিলের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভুল’র নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, মুজিবনগর প্রেসক্লাবসহ সাধারন সম্পাদক শেখ শফির নেতৃত্বে মুজিবনগর প্রেসক্লাবসহ সকল সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মাঠে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা, কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কুলের শিক্ষার্থীরা প্রারেড ও কুচকাওয়াজ প্রদর্শন করেন।

এর আগে ৩১ বার তপধনীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজ বিকালে এ উপলক্ষে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।