মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা শ্রম বিভাগের উদ্যোগে মাটিকাটা শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেলা মহিলা সেক্রেটারি উম্মে হানি ও মুজিবনগর উপজেলা সেক্রেটারি সালেহা খাতুন উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রম বিভাগের সেক্রেটারিরাও উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শ্রমিকদের উৎসাহবর্ধক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।