বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মাদক ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রতিরোধ সভা

By মেহেরপুর নিউজ

April 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ এপ্রিল: মাদক,ইভটিজিং ও বাল্যবিবাহকে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শির্ক্ষার্থীদের শপথ গ্রহন ও প্রতিরোধ সভা করেছে লাল সবুজ নামের এক উন্নয়ন সংঘ।

বুধবার দুপুরে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রতিরোধ সভায় সভাপতিত্ব করেন লাল,সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।সংগঠনের নির্বাহী সদস্য মুন্তাসির নাবিল ও রাসেল রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সামনে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।এ সময় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম,দৈনিক সময়ের সমিকরনের মুজিবনগর অফিস প্রধান ও মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনশী মোকাদ্দেস হোসেনসহ সাংবাদিকবিন্দুরা উপস্থিত ছিলেন।সব শেষে বাল্য বিবাহ,মাদক ও ইভটিজিং থেকে দুরুত্ব থাকার জন্য এবং সত্য কথা বলার জন্য শিক্ষার্থীদের শপথ করানো হয়। উল্লেখ্য,বাংলাদেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ৭ই মার্চ থেকে টানা ৫ মাসে ১৭২৫ টি বিদ্যালয়ে এই প্রোগ্রাম শেষ হয়েছে বলে জানায় আয়োজক সংগঠন।