বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহেৃর স্থাপনাগুলো সঠিক হয়নি এর পরিবর্তন হওয়া দরকার– সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীরউত্তম

By মেহেরপুর নিউজ

January 08, 2012

মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:

জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যে স্থাপনাগুলো তৈরী করা হয়েছে তা সঠিকভাবে স্থাপিত হয়নি। এটা পরিবর্তন,পরিমার্জন ও পরিবর্ধন করা প্রয়োজন। এর জন্য আবারো নতুনভাবে অনেক কাজ শুরু করা হবে এ সরকারের আমলেই। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৮ তম সভা শেষে সাংবাদিকদের বলেন। তিনি আরো বলেন এখানে নির্মিত বাংলাদেশের মানচিত্রে অনেক কিছু অস্পষ্ট। যা পর্যটকরা এক নজরে এটা দেখে অনেক কিছুই বুঝতে পারবেনা। যেহেতু মুক্তিযুদ্ধ সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে যার ব্যাপকতা সেইভাবে উপস্থাপিত হয়নি। এছাড়া মানচিত্রের বাইরে ৭ই মার্চের ভাষন সহ যে সব মুরালি তৈরী করা হয়েছে তার সিরিয়াল মানা হয়নি। ফলে পর্যটকদের মুক্তিযুদ্ধের ইতিহাস ধারাবাহিকভাবে বুঝাতে এগুলির পরিবর্তন,পরিমার্জন ও পরিবর্ধন করা প্রয়োজন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম) সভাপতিত্ব করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী কমিটির সদস্য তাজুল ইসলাম, শামসুর রহমান শরীফ এমপি, র“বী রহমান এমপি,মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।