মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি অনুদান ও মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজস্ব তহবিল থেকে ককরোনাভাইরাসের বিস্তার প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় দরিদ্র কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র চা দোকানি ও সেলুন দোকানদারর মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার উসমান গনি উপস্থিত থেকে প্রতি জনকে চাল ১০ কেজি, আলু ২কেজি, তেল হাপ লিটার, , ডাল ১ কেজি ৫০০গ্রাম করে বিতরণ করেন। এ উপজেলায় সরকারি বরাদ্দ থেকে ১০০০জন কে এই ত্রান দেওয়া হবে বলে জানাযায়।
এসময় মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, বাগোয়ান ইউনিয়ন সদস্য দিলিপ মল্লিক,মহিলা সদস্য উপস্থিত ছিলনে।