বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগরে মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার দারিয়াপুর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক কবির আহমেদ মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার।

সাংবাদিক ইয়াদুল মোমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক মাহাবুব চান্দু, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম নবী । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার শহিদুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ রানা মানিক, আনছার আলী প্রমুখ। অনুষ্ঠানে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগীতায় মেহেরপুর ফাউন্ডেশন মুজিবনগর উপজেলার এ প্রকল্প বাস্তবায়ন করছে।