বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ মাতৃভাষা দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 21, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে মুজিবনগর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে দিবসটির সূচনা করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুস সাদাত রত্ন সর্বপ্রথম শহীদ মিনারে পুষ্পমালে অর্পণ করেন। পরে মুজিবনগর থানার পক্ষে ওসি উজ্জল দত্ত, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা পক্ষে আহসান আলী খান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আ‘লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম, মহাজনপুর ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে এসএম মাহাবুব আলম রবি, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারন সম্পাদক সাহিনুর জামান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে আহবায়ক মতিউর রহমান মতিন, উপজেলা যুব মহিলালীগের পক্ষে তহমিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক খাইরুল বাসার, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মুজিবর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার।

এছাড়াও পুষ্পমালে অর্পণ করেন মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম রফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষে ডা:মো: আসাদুজ্জামান, মুজিবনগর টেশনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলা ছাত্রলীগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পন করে।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।