বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে রুপান্তর জনগোষ্টীর অধিকার রক্ষায় সচেতন মুলক সভা

By মেহেরপুর নিউজ

August 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগরে বেসরকারী এনজিও সংস্থা আত্মবিশ্বাসের আয়াজনে ইউসেফ বাংলদেশের সহয়োগিতায় রুপান্তর জনগোষ্টীর অধিকার রক্ষায় সচেতন মুলক সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে মুজিবনগর রিসোর্স সেন্টারের হল রুমে অনুষ্ঠিত সচেতনমূলক সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুরা খাতুন। প্রধান অতিথি ছিলেন রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর আব্দুল মতিন । বক্তব্য রাখেন শাখা ব্যাবস্থাপক আবু সালেদ, এ্যাডভোকেসি অফিসার কাবিদুল হক, আলেয়া খাতুন , আবুল কাশেম  প্রমুখ।