বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে রোগীবাহী ভ্যানে ছিনতাইয়ের ঘটনা, পুলিশের উপস্থিতিতে রক্ষা পেল পরিবার

By Meherpur News

August 03, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর আনন্দবাস সড়কে এক রোগী বহনকারী ভ্যান থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দবাস গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে হাসমত আলী হৃদরোগে আক্রান্ত হলে রাত ৩টার দিকে তাকে পাখিভ্যানে করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। হাসমত আলীর সাথে ছিলেন তার স্ত্রী এবং ছেলে, যিনি ভ্যান চালাচ্ছিলেন।

ভ্যানটি আনন্দবাস ও বল্লভপুরের মাঝামাঝি ‘কানাপুকুর মোড়’ এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে হাসমত আলী, তার স্ত্রী ও ছেলেকে জিম্মি করে টাকা-পয়সা লুটে নেয়। এছাড়াও, হাসমত আলীর স্ত্রীর প্রতি শ্লীলতাহানির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

তবে ঠিক সেই সময়ই মুজিবনগর রতনপুর পুলিশ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে হাসমত আলীকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।