বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি নেতা ও তার মেয়ের ময়না তদন্ত সম্পন্ন।। বিকাল সাড়ে ৩ টায় জানাযা।। মামলার প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

March 22, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ: সন্ত্রাসীদের হামলায়  নিহত মুজিবনগর উপজেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক ডাঃ হামিদুর রহমান হেলাল ও তার মেয়ে সেতুর মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে পিতা ও কন্যার লাশ নেয়া হবে রতনপুরের নিজ বাসভবনে। পরে বিকাল সাড়ে ৩ টায় রতনপুর কবরস্থান সংলগ্ন মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত এ জোড়া খুনের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম মেহেরপুর নিউজকে জানান,এখন পর্যন্ত কোনো এজাহার দাখিল হয়নি। কোনো আসামীকেও আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ অলক কুমার দাস এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ  কাজল আলীর তত্বাবধানে পোষ্টমর্টেমের কাজ সম্পন্ন হয়। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারনে সম্পাদক আমিরুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,দাফন শেষে সন্ধ্যা নাগাদ আমরা মামলা দায়ের করবো। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ১০/১২ জনের একদল সন্ত্রাসী মুজিবনগর উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক হামিদুর রহমান হেলালকে বাড়ি থেকে তাড়িয়ে তাকে জবাই করে হত্যা শেষে পালিয়ে যাওয়ার সময়  পরপর ৪টি বোমা মারলে তার মেয়ে সেতু মারাত্মক আহত হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।