বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামগণের করণীয় শীষর্ক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

June 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামগণের করণীয় শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইমামগণের করণীয় শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী রাসেল। আলোচনা সভায় মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।