বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

By মেহেরপুর নিউজ

May 30, 2023

মেহেরপুর নিউজ:

সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহাজনপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমাম। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাজনপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমামের সভাপতিত্বে কেদারগন্জ মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ অলিউল্লাহ সোহাগ, মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইমতিয়াজ আহমেদ সাব্বির, দারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইশতিয়াক আহমেদ, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ। এদিকে এর আগে সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মহাজনপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে।