বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সরকারি চাকুরি বিধিমালা সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত

By Meherpur News

May 14, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন হাউজ ট্রেনিং এর তৃতীয় দিন সরকারি চাকুরি বিধিমালা সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালের দিকে মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইন হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রশিক্ষনের তৃতীয় দিনে সরকারি চাকরির বিধিমালা সংক্রান্ত আলোচনা করেন। এ সময় মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমুল কবীর, মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।