আইন-আদালত

মুজিবনগরে সরকারী জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

By মেহেরপুর নিউজ

July 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ জুলাই: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটের পাশে সরকারী জমিতে অবৈধ ভাবে ঘর নির্মান করে ব্যাবসা করায় সেই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্মমান আদালত। বৃহস্পতিবার বিকালে মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার ভুমি ও ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯টি দোকান ভেঙে দেওয়া হয়। মেজবাহ্ উদ্দীন জানান, আনুমানিক ১মাস আগে এসে সরকারী জমি দখল মুক্ত করার জন্য লাল ফ্লাগ টাঙিয়ে দেওয় হয়। এবং দোকানদারদের সকল অবৈধ স্থাপনা সরানোর জন্য ৩ দিনের সময় দেওয়া হয়। তারা দোকান না সরিয়ে নিলে পুনরায় ৯ জুলাই তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে দোকান সরিয়ে নেওয়ার জন্য ৭দিনের সময় দেওয়া হয়েছে। এর পরও তারা আইন অমান্য করেছে, কোন দোকান তুলে নেয়নি।আগের মতই ব্যাবসা করে যাচ্ছে।তাই বৃহস্পতিবার বিকালে সকল দোকানপাট ভেঙে সরকারী ২৬শতক জমি দখল মুক্ত করা হয়েছে।