বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জনসচেতনতা মূলক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

June 19, 2023

মুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগরে “সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন উপ-সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীনসহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।