কৃষি সমাচার

মুজিবনগরে সার বঞ্চিত কৃষকদের বিক্ষোভ প্রদর্শন

By মেহেরপুর নিউজ

July 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই: মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে প্রকৃত কৃষকদের মধ্যে সার না দেয়ায় এলাকার সার বঞ্চিত কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। রোববার বেশ কিছু কৃষক উপসহকারি কৃষি অফিসারের বিরুদ্ধে ওই বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, সরকার  ২০১০-২০১১ মৌসুমে আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরন কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য খোকন উপসহকারি কৃষি অফিসার আব্দুস ছাত্তারের কাছে তার এলাকার চাষিদের নামের তালিকা প্রেরণ করে। উক্ত কর্মকর্তা ওই তালিকা ভূক্ত চাষিদের সার না দিয়ে বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি তুহিনের সাথে গোপনে আঁতাত করে প্রকৃত চাষিদের সার বঞ্ছিত করে পছন্দের লোকদের সার প্রদান করেন। এতে প্রকৃত চাষিরা ক্ষিপ্ত হয়ে মুজিবনগর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় উপসহকারি কৃষি অফিসার আব্দুস ছাত্তার গা ঢাকা দেন।