মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রসিকপুর গ্রামে সেনাবাহিনী কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়।।
উক্ত অভিযানে মো:নাহিদ হাসান রাজু(৩০) নামে এক জন ব্যক্তিকে নিজ বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড লাইভ এ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিন সহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, এ্যামোনিশন, ম্যাগাজিন সহ সকালে মুজিবনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।