করোনাভাইরাস

মুজিবনগরে সেনাবাহিনীর কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় করোনায় কর্মহীন ও হতদরিদ্র ৫০ টি পরিবারকে খাদ্য  সামগ্রী দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ।

শনিবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে সরকারের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখে অস্বচ্ছল কর্মহীন দরিদ্র ৫০টি পরিবারের মাঝে  চাল, ডাল, আটা,তেল, সুজি, বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশের সেনাবাহিনীর বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির, লেফটেন্যান্ট সুদীপ্ত সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ বিষয়ে ক্যাপ্টেন নাসির জানান, করোনা মোকাবেলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ সময় মুজিবনগর অঞ্চলে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে।