বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সেনাবাহিনীর চাকরি দেওয়ার টাকা হাতিয়ে নেয়া দালাল চক্রের আটক ৩ সদস্য কারাগারে

By মেহেরপুর নিউজ

May 19, 2016

মেহেরপুর নিউজ, ১৯ মে: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার সময় মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে দালাল চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সন্ধ্যায় গ্রামবাসীরা তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মুজিবনগর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো:- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ক্ষিদিরামপুর গ্রামের জামায়াত শেখের ছেলে ফিরোজ হোসেন (২২) ও একই উপজেলার আমলা সদরপুর গ্রামের ফিরু মন্ডলের ছেলে আতাহার আলী (২৪) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ফজলুল হকের ছেলে আনারুল ইসলাম (২৫)। মুজিবনগর থানার উপপরিদর্শক (এস আই) মতিউর রহমান জানান, উপজেলার আনন্দবাস গ্রামের আহম্মদ আলীর ছেলে সোহেল রানা ও একই গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে মিলন হোসেনকে সেনাবাহিনীতে চাকরী দেওয়ার কথা বলে ৭ লক্ষ করে ১৪ লক্ষ টাকা চুক্তি করে আটক তিন সদস্য। বুধবার সন্ধ্যায় দুটি ভুয়া নিয়োগপত্র হাতে করে সন্ধ্যায় ওই তিন সদস্য সোহেল ও মিলনের বাড়িতে গেলে গ্রামবাসীর হাতে আটক হয়। এর আগে চুক্তির প্রাথমিক পর্যায়ে চাকরীপ্রার্থীরা ওই তিন যুবকের হাতে ২৫ হাজার টাকা তুলে দেয় বলে জানান এস আই মতিউর রহমান। তিনি আরো জানান, আটক ওই তিন আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।