কৃষি সমাচার

মুজিবনগরে স্বরস্বতি খাল বাঁচতে জেলা প্রশাসকের কাছে আবেদন

By মেহেরপুর নিউজ

December 22, 2015

মেহেরপুর নিউজ, ২২ ডিসেম্বর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার স্বরস্বতি খাল বাঁচাতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন এলাকার সচেতন গ্রামবাসী।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর আবেদন প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন আবেদন গ্রহণ করেন। আবেদনপত্রে বলা হয়েছে, কতিপয় প্রভাবশালী অসাধু ও কু চক্রিমহল খালটি জবর দখল করে মাছ চাষ করে আসছে। বাগোয়ান ইউনিয়নের অধীনে বাগোয়ান গ্রামের পশ্চিম প্রান্ত হতে সোনাপুর মাঝপাড়া পর্যন্ত প্রায় ১০ কি.মি. স্বরস্বতি খালটি জনগনের জন্য উন্মক্ত করা ছিল। কিন্তু কিছু কুচক্রি মহল জেলা প্রশাসক, জেলা মৎস্য কর্মকর্তা, ইউএনও সদর ও মুজিবনগর এর নাম ভাঙ্গিয়ে ৫০ লক্ষ টাকার বিনিময়ে সুলতান হোসেন, কাশেদ আলী নামের তথাকথিত মৎস্য চাষীদের নিকট বিক্রি করেছেন। তারা মানিক নগরের আক্কাস আলীর বাড়ির নিকট থেকে একই গ্রামের ফিতাজ আলীর বাড়ি পর্য়ন্ত প্রায় সাড়ে ৩ কি.মি. অংশ ৮ লক্ষ টাকার বিনিময়ে কাশেদ আলী এর নিকট বিক্রি করেছেন। এই অবস্থায় এলাকার অর্ধলক্ষ মানুষের সার্থে এবং স্বরস্বতি খালটি সকলের জন্য উন্মক্ত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে আবেদনটি করেন ভূক্ত ভোগিরা।