মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে সাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত শুকুর উদ্দিন মারা গেছে। অপর আহত আরফান আলী মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, শনিবার দুপুর ১ টার দিকে মেহেরপুর শহরের কোর্ট পাড়ার আরজান আলীর ছেলে আরফান আলী মোটরসাইকেল যোগে মুজিবনগর যাচ্ছিলো। অপরদিক থেকে দারিয়াপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে শুকুর উদ্দিন পুরন্দরপুর থেকে দারিয়াপুর আসছিলে।পথিমধ্যে মোটরসাইকলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সাইকলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা দুজনই ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত শুকুরের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তাকে বহনকবারী এ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া পৌছানোর আগ মুহুর্তে সে মারা যায়।