বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় মহাজনপুর ইউপি সদস্যা আহত

By মেহেরপুর নিউজ

July 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জুলাই: মেহেরপুরের মুজিবনগরে এক সড়ক দূর্ঘটনায় মহাজনপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ফাইমা খাতুন মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার ঘটনার দিন সকালের দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য যতারপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ফাইমা খাতুন আলগামন যোগে মুজিবনগর যাবার পথে কেদারগঞ্জ মোড় এলাকায় একটি পাওয়ার ট্রলির সাথে আলগামনের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ফাইমা মারাত্মক আহত হন।