বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় দলিল লেখক নিহত

By মেহেরপুর নিউজ

December 15, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ডিসেম্বর:

আজ বুধবার এক সড়ক দূর্ঘটনায় রাহাত আলী (৫৫) নামের এক মোহরার (দলিল লেখক) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার দিন সকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার  হরিরামপুর গ্রামের মৃত ফুয়াদী বিশ্বাসের ছেলে রাহাত আলী মোটর সাইকেলে করে মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হন। বেলা ১০ টার দিকে তিনি মুজিবনগর উপজেলার কেদারগজ্ঞ রাজারের কাছে পৌছুলে একটি মেহগনির ফল তার মোটর সাইকেলের চাকার নীচে পড়ে। এতে তার মোটর সাইকেলটি পিছলে যায় এবংদ্রতগামী একটি শ্যালো ইঞ্জিন চালিত করিমনের সাথে ধাক্কা খায়। তিনি মাথায় আঘাত পান।দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আবস্থায় কয়েক মিনিটের মধ্যে তিনি মারা যান।

মুজিবনগর মোনাখালী থেকে একই রাতে ৩ টি হালের বলদ চুরি

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে থেকে একই রাতে ৩ টি হালের গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরু গুলির মূল্য প্রায় দেড় লাখ টাকা। জানা যায়, মঙ্গলবার দিবাগত মাঝরাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আরমান আলী, ইমান ফকির ও সোবহানের গোয়াল থেকে সংঘবদ্ধ একদল চোর একটি করে মোট ৩ টি হালের গরু চুরি করে নিয়ে যায়। বুধবার ভোরে গরুকে খাবার দিতে উঠে গরু না পেয়ে কৃষকরা কান্নায় ভেঙে পড়েন। চুরি যাওয়া গরু গুলির মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে কৃষকরা জানিয়েছেন। ভরা মৌসুমে কৃষকের গোয়াল থেকে গরু চুরির ঘটনায় কৃষকদের ভাবিয়ে তুলেছে।