ইতিহাস ও ঐতিহ্য

মুজিবনগর আম্রকানন হুমকির মুখে !

By মেহেরপুর নিউজ

April 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর উপজেলার তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর আম্রকানন। যা ইতিহাসের সাক্ষি হয়ে দাড়িয়ে আছে। ১৯৭১ সালে এখানেই বাংলাদেশে ১ম সরকারের শপথ ও অস্থায়ী রাজধানী ঘোষনা করা হংয় এই স্খানটিকে। ৩৬ একর এই আ¤্রকাননের মালিক ছিলেন জমিদার বৈদ্যনাথবাবু। সেকারণেই এই স্থানটির নাম বৈদ্যনাথতলা হিসেবে পরিচিতি পায়। ১৯৭১ সালে এখানে গাছের সংখ্যা ছিল সাড়ে ২২শ। স্মুতিসৌধ, বিজিবি ক্যাম্প, গণপূর্ত রেষ্ট হাউজসহ বিভিন্ন স্থাপনা কাটা পড়ে সহস্রাধীক। পরবর্তিতে বাগানটিতে ১১০৭টি গাছ ছিল। ওই গাছগুলোর মধ্যে পরিচর্যার অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩৩টি গাছ মারা গেছে। যেগুলো বেঁচে আছে তার মধ্যে অধিকাংশ গাছ অসুস্থ। এভাবে মরতে থাকলে আ¤্রকানন হুমকির মুখে পড়বে বলে অভিমত উদ্ভিদ বিজ্ঞানীদের। যত দ্রুত সম্ভব পরিচর্যা না করলে বাগানটি ক্রমান্বয়ে বিলিন হতে থাকবে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা বাগানের এই অবস্থা দেখে হতাশা ব্যক্ত করেছেন। রাজশাহীর সাকলাইন ইশতিয়াক নামের এক দর্শনার্থী জানান, ঐতিহাসিক এই স্থানে আমবাগানে হচ্ছে গুরত্বর্পূর্ন দর্শনীয় বিষয়। এই আমবাগানের সাথে জড়িয়ে আছে স্বাধীনতার গৌরব উজ্জল ইতিহাস। অথচ স্বাধীনতার ৫ দশকেও এই বাগানটি অবহেলিত। এদিকে প্রতিবছর এই বাগানের ফল বিক্রি করে জেলা প্রশাসন কয়েক লক্ষ টাকা সরকারি রাজস্ব খাতে জমা করে। অথচ বাগানটি পরিচর্য়ার জন্য কোন বরাদ্দ রাখা হয় না। এলাকাবাসীর দাবি শুধু ইতিহাস ঐতিহৗর কারণেই নয় এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলেও বাগানটিকে যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। উদ্ভিদ প্রযুক্তিবীদ ড. ফেরদৌসী বেগম রিনা মেহেরপুর নিউজকে জানান, ক্যান্সার বা গুলডিজিজ হপার নামক পোকার আক্রমন আছে বাগানটিতে। ফলে অনেক গাছে গোলাকার ফোড়া আকৃতির যে গুল জন্মেছে সেগুলো মেশিন দিয়ে কেটে ফেলতে হবে। এই বাগানের ১২০ ফিট নিচে পানির অবস্থান। সেক্ষেত্রে বাগানটিকে ভাল করে চাষ দিয়ে নিয়মিত সেচের ব্যবস্থা করতে হবে। এসময় কিছু মেডিসিন ব্যবহার করলে গাছগুলোকে বাঁচাননো সম্ভব হবে। তিনি আরো জানান, ইতিমধ্যে মুজিবনগর আম্রকাননে আমি তিন বার গিয়েছি। গাছগুলো সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে অবহিত করেছি। তিনি একটি কর্মপরিকল্পনা জমা দিতে বলেছেন। সেটি নিয়ে কাজ করছি। দুই একদিনের মধ্যেই সেটি জমা দেওয়া হবে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার মেহেরপুর নিউজকে   জানান, বাগানের বর্তমান অবস্থা জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি অতি সত্ত¡র ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন। বর্তমানে ৩৩টি গাছ মৃত অবস্থায় দাড়িয়ে আছে বলেও তিনি নিশ্চিত করেছেন।