রাজনীতি

মুজিবনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন।। মোনাখালীতে আ’লীগ-বিএনপি’র লাড়াই হবে

By মেহেরপুর নিউজ

June 01, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন:

আগামী ৫ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় ছবি সম্বলিত পোস্টার লাগাচ্ছেন আর বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে ফিরছেন। নির্বাচনকে সামনে রেখে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্য প্রার্থীরা নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রতি আর চাইছেন দোয়া। ৭ টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়ন। সর্বশেষ গননায় ওই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা  ১৩ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ৬ হাজার ৫২৫ জন পুর“ষ ও ৭ হাজার ২১ জন মহিলা ভোটার রয়েছেন। নির্বাচনে ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রার্থী এবং ওয়ার্ড সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ইউনিয়নে ৬ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনিত প্রার্থী হলেন আব্দুল

হামিদ মালিথা (দেওয়াল ঘড়ি) এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন জেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন (দোয়াত-কলম)। এ ছাড়াও মোনাখালী ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে আজিমুদ্দিন গাজী (গরুর গাড়ি), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম (আনারস),  ফজলুল হক (চশমা) ও রবিউল ইসলাম (তালা) নির্বাচনের প্রতিদ্বন্দিতা করছেন। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামায়াত ইসলামির নেতা মাও. আব্দুল লতিফ নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রয়েছেন।  নির্বাচনের চেয়ারম্যান পদে মূলত বিএনপি’র প্রার্থী আব্দুল হামিদ মালিথা ও আওয়ামীলীগের প্রার্থী ইসমাইল হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে বলে সাধারন ভোটাররা মনে করছেন। তবে অনেকে আবার মনে করছেন অঞ্চল ভেদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আজিমুদ্দিন গাজীও প্রতিদ্বন্দিতায় চলে আসতে পারেন। এদিকে ইউনিয়নের মোট ৯ টি কেন্দ্রে ৩৮ টি বুথে আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে একটি কেন্দ্রকে অতিরিক্ত ঝুকি পূর্ন এবং ৩ টি কেন্দ্রকে আংশিক ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর দিকে নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় প্রার্থীরা তাদের প্রচার-প্রচরনার মাত্রা বাড়িয়ে দিয়েছেন।