রাজনীতি

মুজিবনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন।। বাগোয়ান ইউনিয়নে লড়াই হবে বিএনপি-আ’লীগ

By মেহেরপুর নিউজ

May 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: আগামী ৫ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকেই মুজিবনগরের গ্রাম-গঞ্জে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থী ইউরিয়নের বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রতি আর চাইছেন দোয়া। ১২ টি গ্রাম নিয়ে গঠিত বাগোয়ান ইউনিয়ন। ওই ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে ১২ হাজার ৫৭৫ জন পুরুষ ও ১৩ হাজার ২১৬ জন মহিলা ভোটার রয়েছেন। নির্বাচনে বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং ওয়ার্ড সদস্য পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনিত প্রার্থী হলেন শহিদুল ইসলাম (আনারস) এবং

আওয়ামীলীগের প্রার্থী হলেন আইয়ূব হোসেন (গরুর গাড়ি) এবং আব্দুল কুদ্দুস কাল্টা (দেওযাল ঘড়ি)। নির্বাচনের চেয়ারম্যান পদের ৩ প্রার্থীই এই প্রথম বারের মত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে মধ্যে বিএনপি মনোনিত প্রার্থী শহিদুল ইসলাম এবং আওয়ামীলীগের প্রার্থী আইয়ূব হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে বলে সাধারন ভোটাররা মনে করছেন। বাগোয়ান ইউরিয়নের সর্বশেষ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান জিয়ারউদ্দির পদত্যাগ করে গত উপজেলা নির্বাচনের প্রার্থী হয়ে বিএনপি’র প্রার্থী আমিরুল ইসলামের সাথে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। তিনি পরবর্তী  উপজেলা নির্বাচনের প্রার্থী হবেন বলে ইউপি নির্বাচরে মনোনয়ন পত্র জমা দেননি।  এদিকে বাগোয়ান ইউনিয়নের মোট ১১ টি কেন্দ্রে ৬৯ টি বুথে আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে একটি কেন্দ্রকে অতিরিক্ত ঝুকি পূর্ন এবং ৩ টি কেন্দ্রকে আংশিক ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাগোয়ান ইউনিয়নে বরাবর ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও এবার ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা জয়ী হতে নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।