টপ নিউজ

মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের কেন্দ্র ভিত্তিক ফলাফল

By মেহেরপুর নিউজ

January 10, 2024

মেহেরপুর নিউজ:

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-১ আসনে কেন্দ্র ভিত্তিক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফরহাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান কে কত ভোট পেয়েছেন তা তুলে ধরা হলো। এখানে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চিত্র দেওয়া হল।

মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর সরকারি বালক বিদ্যালয়ে কেন্দ্র ২০৩৮ জন ভোটারের মধ্যে ৮২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৪৫৮ প্রফেসর আব্দুল মান্নান ৩০৩ ভোট পান।

দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩০৫ জন ভোটারের মধ্যে ১৪৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৯০০ প্রফেসর আব্দুল মান্নান ৪৫১ ভোট পান।

মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩৭২০ জন ভোটারের মধ্যে ১৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৮৫৭ প্রফেসর আব্দুল মান্নান ৪২৯ ভোট পান।

দারিয়াপুর গাউছিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২১৮৮ জন ভোটারের মধ্যে ৯৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৬২৫ প্রফেসর আব্দুল মান্নান ২৭৬ ভোট পান।

পুরন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২২২৫ জন ভোটারের মধ্যে ৯১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৫৯৫ প্রফেসর আব্দুল মান্নান ২৫৭ ভোট পান।

গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৪৪ জন ভোটারের মধ্যে ১৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৯৯১, প্রফেসর আব্দুল মান্নান ৩১৪ ভোট পান