বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

By মেহেরপুর নিউজ

April 05, 2017

মেহেরপুর নিউজ,০৫ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসাইনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ পৃথক শুনানী শেষে তাদের বরখাস্তের আদেশ স্থগিত করেন। শুনানীতে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পক্ষে অ্যাড. নিতাই রায় চৌধুরী অংশ নেন। এর আগে সোমবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হুসাইনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। চেয়ারম্যান আমিরুল ইসলাম মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি এবং জার্জিস হোসাইন মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সরকার বিরোধী হরতাল-অবরোধ পালনকালে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামে পুলিশের উপর হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এঘটনায় মুজিবনগর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেনসহ পুলিশের ৫ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে আমিরুল ইসলাম ও জার্জিস হোসাইনসহ বিএনপি-জামায়াতের দুইশতাধিক নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নম্বরর-৫। গত ৩০ ডিসেম্বর আদালতে ওই মামলার অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এবং ২২ মার্চ তা আদালতে গৃহিত হয়। অভিযোগপত্রে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামকে ২নং এবং জার্জিস হোসাইনকে ৯ নং আসামী করে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম কালের কন্ঠকে বলেন, আমি বরাবরাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিশ্বাসের স্থান থেকে উচ্চ আদালতে রিট আবেদন করি। বিচারকরা বিষয়টি পর্যবেক্ষন বরখাস্ত স্থগিতের আদেশ দিয়েছেন।