শিক্ষা ও সংস্কৃতি

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

July 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই: বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডলের বক্তব্যে’র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ কতৃপক্ষ। শনিবার বিকালে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের বাউবি’র কেন্দ্র সমন্বয়কারী মহা: আনোয়ার হোসেন।  এ সময় মুজিবনগর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আতা ইলাহি মোহাম্মদ আবদুল্লাহ, প্রভাষক খালেকুজ্জামান, জাহির হোসেন চঞ্চল, মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য বাউবি’র কেন্দ্র সমন্বয়কারী মহা: আনোয়ার হোসেন বলেন, কলেজ কতৃপক্ষ অবাধে নকলের প্রস্তাব দেন বলে পত্রিকা্য় যে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল দিয়েছেন তা সম্পূর্ন উদ্দেশ্যমূলক, মিথ্যা ও ভিত্তিহীন বরং প্রকৃত সত্য হলো তিনি কেন্দ্রের সভাপতি দাবি করার পাশাপাশি মোটা অংকের উৎকোচ দাবি করেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধাওয়া বা নাজেহাল করেন মর্মে প্রকাশিত বক্তব্যই সত্য নয়। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারী থাকা সত্বেও বেআইনীভাবে বহিরাগত ব্যাক্তিকে পরীক্ষা কক্ষ পরিদর্শণ করিয়ে নিজেই আইন ভঙ্গ করেছেন। তিনি আরো বলেন,কলেজ কতৃপক্ষ ইতিপূর্বে এইসএসসি পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি কেন্দ্রের সভাপতি নন। সরকারী কলেজের অধ্যক্ষ উপ-সচিব মর্যাদার একজন কর্মকর্তা। তিনি সচিব হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনোভাবেই কেন্দ্রের সভাপতি হতে পারেন না। সরকারের এ ধরনের কোনো পরিপত্র নাই বলে তিনি বক্তব্য উল্রেখ করেন।