বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানা, মাদরাসা ও বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ

By Meherpur News

December 24, 2025

মেহেরপুর নিউজ:

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদা। এ সময় তিনি বলেন, শীতের তীব্রতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে মুজিবনগর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং সার্বিক খোঁজখবর নেন।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।